Tuesday, June 1, 2010

প্রতিদান

যে হাতে গোলাপ তুলে পরালে বঁ্ধূর গলে
জানি হাতে মিশে রয় সুবাস মদির।
মোরে ভালোবাসো বলে তুমি আরো ভালো হলে
নইলে মন্দ ভালোর তফাত কিসের ?
যে হাসি ছড়া্য আলো বলয়ে উজল হলো
দুজনের অন্তর হতে দূরে যায় দুঃখ আঁধার।
ভালবাসার ছোঁয়া লেগে জীবন আবার উঠলো জেগে
আশার অরুন কিরন মেখে যাক না ভেসে এ পারাবার।

আলিপুরদুয়ার, ৫/৫/১৯৮৩

No comments:

Post a Comment