Thursday, June 3, 2010

আবেদন

বঁধুয়া তোমার হাজার নিশি প্রদীপ থেকে আমায় একটি দিও।
ভালবাসার রঙ্গিন সুতো অনুরাগের আগুনে জ্বেলে দিও।।
স্মৃতি সূধায় সারাটি জীবন ভরবে আমার দেহ তনু কন
ডালা ভরা ফুল তোমারি থাক [কোন] ঝরা ফুল শুধু দিও।।
একটি সে রাতের নিত্য বাসর সাজাবো লো প্রিয়া আমি,
একটি পরাগে হাজার কুঁড়ির হৃদয় যাবো লো চুমি,
আজলেই যদি তৃষ্ণা মেটে কি হবে বলো সাগর পুটে
তোমার অথৈ করুনা হৃদয় থেকে এক ফোটা জল দিও।।
২৫/১০/১৯৮১

No comments:

Post a Comment