Tuesday, June 8, 2010

ঝাউ

একাকীনি এ নিশিথে ঝাউ বঁধূ
বলো বলো কার তরে,
নিবিড় আঁধারে কার পথ চেয়ে
নয়নে বাদল ঝরে ?
উদাসী উপোসী দখিনা বাতাস
এলোচুলে বাঁধে সুখের আবাস
হৃদয় উত্তাপে সবুজ বসন
শুকাইছে বারে বারে ।।
কাহারে স্মরিয়া উঠিছো দুলিয়া
আনন্দ কান্নায় হেলিয়া ফুলিয়া
কোন সে নিঠুর বলো কত দূরে
তোমারই মত কাঁদে সুরে সুরে
আধীর নয়নে রয়েছে চাহিয়া
সীমান্তের কারাগারে ।।
ম্যাল, ১৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment