Monday, June 7, 2010

মরন

তোমারে রোধিতে নারি হে মরন শ্যামল সুন্দর ।
পরশে তোমার শান্তির নীর সিক্ত করো হে অন্তর।।
বিভেদের বিষ জ্বালা সৃষটি বেদন ডালা
শীতল কঠোর নিরমেহ হাতে করো সব একাকার ।।
স্বেচ্ছাচারী দুরবিনীত নিরমম
অজেয় অরোধ্য ঘুচাও মোহ-ভ্রম
শ্রান্তি লভিতে তোমার কোলে পল্পল ছুটি দলে দলে
চির রহস্য আঁধারে ঢাকা তোমার নিত্য অভিসার ।।
ম্যাল, ১০/৪/১৯৮৩

No comments:

Post a Comment