Monday, June 7, 2010

দারজিলিং

হে উদাসী রূপসী তাপসী ধন্যা নিরুপম হিম কন্যা ।
স্বপন-চারিনী চঞ্চল-চরনী চির রহস্যময়ী অনন্যা ।।
ধবল কিরিটি মাথায় পরিয়া তুমি
এলোকেশের বাহারে দিগন্ত চুমি,
রাজেন্দ্রানী বেশে দাঁড়ায়ে রয়েছো অনন্ত ধ্যান-নিমগ্না ।।
সহসা নিমেষে রূপের ছটায় বিচিত্র মোহিনী সাজে
ধরা দিয়ে পালিয়ে যাও নিয়ত আমার নয়ন মাঝে
তব শীতল অঙ্গে উষ্ণতা সুখ খুঁজি
মাতাল পাগল দশ দিশি আজ বুঝি
তোমার দুরবার টানে কি যাদু মাখা হয় নি হবে না জানা ।।
দারজিলিং , ১৬/৪/১৯৮৩

No comments:

Post a Comment