Monday, June 7, 2010

সাধ

পৃ্তহিবী তোমার যত উপাচার রেখেছো সাজায়ে যতনে।
সুরের মায়ায় বন্দিনী হায় কবিতা আর গানে গানে ।।
ধরিতে যাই যাহারে, হাজার হাতের বাহারে
লুকায় চকিত হরিনী চরনে করুনার আঁখি হেনে ।।
জোনাক জ্বলা আঁধার নিশি বারে বারে ভুলি পথের দিশি
কিছু রাখো নি আমা লাগি তব করুনা আজ ভিক্ষা মাগি
আমারও সাধ ছিল ছোট মনে মাতিব নব নব গানে।।
ম্যাল, ১০//৪/১৯৮৩

No comments:

Post a Comment