গুলবাগে আজ ফুলের আসর গোলাপ চামেলী যুঁথি ।
মল্লিকা টগর শেফালীর সাথে আনন্দে উঠিছে মাতি ।।
চপলা মলয়া বায়ে পিঁউ পিক ওঠে গেয়ে
জোছনা আবীরে অধীরা পুলকে আজি এ মধুর রাতি ।।
খুশীর এ ঝরনা তলায়, মন চোর
কেন এলো না সেই কালো ভ্রমর ?
যাহার লাগিয়া আজি বরন মালায় সাজি
এসেছি হেথায় সে কোথায় সে কোথায় ? বিলাপ উঠিল মাতি।।
ম্যাল। ১০/৪/১৯৮৩
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment