Monday, June 7, 2010

বিরহ

সরম আর ভয়ের পাঁপড়ি সহসা ফেলেছি খুলিয়া ।
অনুক্ষন সেই মধু গুঞ্জন প্রভাত বেলায় শুনিয়া ।।
উদাসী দখিনা বায় কেঁদে ফেরে বেদনায়
বিফল আশায় রহিয়া হেথায় আভিমানে গেছে ফিরিয়া ।।
নিবেদনের মালা গাঁরহি অঞ্চল তলে
কত স্বপন এঁকেছি অনুরাগ কাঁজলে
হিয়া নিঙ্গাড়ি গোপনে [আমি]এসেছি চঞ্চল চরনে
শূন্য কাননে রহি কেমনে বঁ্ধূয়া আঁখি ভরে ওঠে কাঁদিয়া ।।
মাল,৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment