Wednesday, June 2, 2010

ছবি

রক্তের আখরে লেখা যে নাম তোমার।
রয়েছে হৃদয়ে আঁকা বঁ্ধুয়া আমার।।
কেন তারে চোখের জলে মিছে অভিমান ছলে
মুছিতে বলো আমায় বঁ্ধু বারবার ।।
যে ফাগুন আগুনে পোঁড়ে বকুল পলাশ,
বরশ বরষা ধারায় ফোঁতে চন্দ্র হাস ?
যদি সুখ পাই ওই নামে মরনে বরি,
বলো কি বা ক্ষতি তায় ওগো সহচরী?
[আমার] পোঁড়ার সে অধিকার নিও না কেড়ে মিনতি আমার,
ঝরা ফুলের বুকে থাক শুধু ছবি রাঙ্গা পা-র।।

No comments:

Post a Comment