দূরের পাহাড় সবুজে ধেরা তাই তোমাকে রেখেছি দূরে।
মিলনে বিরহের বেদনা বাজে তাই কাঁদে বাঁশী বেহাগ সুরে।।
স্মৃতি যেন কাঁটা হয়ে রাঙ্গায় না রক্ত দিয়ে
শুধু অনুওভবে আছো হৃদয়ে আছো সকল অনফ জুড়ে।।
ভয় হয় পিছে খুঁজে পাই কোন অকরুন কঠিন শিলা,
শোহাগ আবীরে ঢেলে দিই ভুলে অভেলার বিষ জ্বালা,
যদি পরশিয়া অঙ্গ হয় সব আশা ভঙ্গ
রঙ্গনা মঞ্জরী মাঝে ত্রিভং ফনী চুমি যায় ললাত পুরে।।
১৯/১০/১৯৮১
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment