হে চির সুন্দর শ্যাম নটবর জীবন মরন সাথী ।
নানারূপে হেরি বুঝিতে না পারি পূজিতে নারি হে নিতি ।।
তব অসীম করুনা ধারা যেন শ্রাবন বাঁধন হারা
সিক্ত করিছে দেহ-তনু-মন অনুক্ষন দিবারাতি ।।
বাজাও তোমার বাঁশরীর সুর
ঝঙ্কৃত হোক চরন নুপুর
যেন জনম মরনে তোমার বন্দনা গানে
আমি-হারা হয়ে লুটাতে পারি হে দিও তেমনি শকতি ।।
ম্যাল, ১০/৪/১৯৮৩
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment