Monday, June 7, 2010

আশা

যদি এ জীবনে হায় দেখা নাহি হয় পরিচিত বন্ধু যত ।
তোমাদের সভায় আমি ছিনু হায় অনাদৃত অনাহুত ।।
লাজ রাঙ্গা নত মূখী দিত আঁখি উঁকি ঝুঁকি
সাগরের গভীরতা ভাষাহীন নীরবতা আমার হৃদয়ে বাজিত ।।
প্রকাশের বেদনাতে দিবস যামী
সজল নয়নে পথ চেয়ে আমি
[তার] বিদায় বাসর ঘরে আলো নয় ধূপহারে
স্মরিও আমারে যদি মনে পড়ে আত্মীয় জনের মত ।।
ম্যাল, ৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment