Thursday, June 3, 2010

সহসা

এক ঝাঁক সাদা বক মেলে দিয়ে দুটি পাখা ।
খুশীর দখিনা বায় সোনালী স্বপন মাখা ।।
কোলাহলে কলোরবে কখনও বা নীরবে
দিবস যামিনী ছিল প্রানের আবীরে ঢাকা।।
সহসা বিষের তীর বিঁধিল বুকের মাঝে,
পাগলা বৈশাখী ঝড়ে কোন ঘরে ফেরা সাঁঝে,
গহীন বন তলে বেদনায় পড়ে ঢলে
রক্তের আঁখরে লিখে হৃদয়ের যত ছবি আঁকা ।।
২৭/১০/১৯৮১

No comments:

Post a Comment