Wednesday, June 2, 2010

বলো না

না না বলো না;
আমার দুয়ারে নিশির আঁধারে
প্রদীপ হয়ে জ্বলবে না ।
সৌ্রভে গৌ্রবে গরবী করিয়া
অনুরাগ রাঙ্গা পরাগে মাখিয়া
আঁধো মেলি আঁখি সখি সূরয্যমুখি
কোন্দিন আর ফুটবে না ।
দূরের তারা হয়ে সময় নদী বেয়ে
রবে তুমি দাঁড়িয়ে দূরে
আমার হিয়া মাঝে নিত্য সকাল সাঁঝে
বাজবে না গানের সুরে
জীবন প্রভাতে ঊষার আলোয় ভরিয়া আমার সারাটি হৃদয়
কালো মেঘে তারে শুধু বারে বারে
হাসি রাশি আর চেও না।

No comments:

Post a Comment