Wednesday, June 2, 2010

জোয়ার ভাঁটা

সময়ের জোঁয়ার ভাটায়
মোর ছোট্ট তরী যায় ভেসে যায়
কোন সে কুলে কে জানে।
আঁকা বাঁকা পথের ধাঁধাঁয় অলস চরন কার পানে ধায়
কোন সে বঁধূর আবাহনে।
কারে চাহি মোর আঁখির পাতা কাজল মাঘের সুরমা পরে
পদ্ম পাতার অধর ঘিরে তৃ্তীয়া চাসিডি লুটিয়ে পড়ে
বিদেশী কোন দূরের প্রিয়া টানে আমার উদাস হিয়া
গোপন প্রেমের বন্ধনে।
আলিপুরদুয়ার, ৬/৫/১৯৮৩

No comments:

Post a Comment