Tuesday, June 8, 2010

অভিমান

[ ওগো] অকরুন অকারনে অভিমানে দেখা দিয়ে গেলে সরে ।
আশার মুকুল না ফুটিতে হায় ডুবিলে নীরব আঁধারে ।।
[তব] চরন ধুলার পরাগ মাখিয়া
স্মৃতির বাসরে একেলা জাগিয়া
ক্লান্ত নয়ন বিরহী পরান কাঁদিছে আকুল সুরে ।।
কন্ট মালার স্বপ্ন আমার ভাঙ্গিল উতলা ঝড়ে
মেঘ মিনারে অঞ্জন তীরে মিছে খুঁজি আজ বঁ্ধুরে
শুধু একবার বলে যাও প্রিয়া
কোন দোষে হায় রেখেছো ফেলিয়া
শূন্য মরুর দহন জ্বালা মোর শেষ হবে কোন ভোরে ।।
আলিপুরদুয়ার, ২৪/৪/১৯৮৩

No comments:

Post a Comment