প্রতিটি বরষা শেষে, কুমারী পৃ্থিবীর বুকে
জীবনের স্বপ্ন বোনে গভীর আনন্দে- সারাটি দিন।
দিনের আলোর সাথে, ঝিম ধরা পা ফেলে
ফিরে চলে – গঘ প্রাঙ্গন ।
মাটির প্রদীপ জ্বেলে, তুলসী মঞ্চ তলে
যেথায় প্রিয়ার আঁখি দুটি শুক তারা হয়ে রয় ।
সোনার ধানের শিষে, চাঁদ তারা হেসে হেসে
কত কথা কত গান বলে যাইয় ঝরনা ধারায় ।
চাষীর হৃদয় পটে, খুশীর জোয়ার ওঠে
মুখরিত গৃহকোন নতুন আশার ফুলে ফলে ।
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment