Tuesday, June 1, 2010

মিলন

মিলনের স্বপ্ন জাগে তাই গোলাপ কুঁড়ি আঁখি মেলে।
বিরহের অবসানে চন্দ্রকলা হাসে গগন তলে।
যত সুখ যত আশা গহীন অন্তরে
ভাদরের নদী বুকে তরঙ্গে নাচেরে
অশ্রুর অঞ্জলি ভরে সব ব্যথা মেঘ দলে রাখে পদতলে ।
নিশিথীনির আঁচল খুলে পরায়ে দিলে মিলন হার,
সরম রাঙ্গা অরুন আলোয় রাঙ্গালো মুখ নতুন ঊষার,
আমার পৃ্থ্বী আজ অনুরাগে ফাগে
জানিনা কারে স্মরিয়া গাহে পূরবী রাগে,
কোন বঁধূ কোন কুতুহলে আমার এ ঘুম ঘোর ভাঙ্গায় অকালে।
আলিপুরদুয়ার, ৫/৫/১৯৮৩

No comments:

Post a Comment