Monday, June 7, 2010

জেগে দেখি

বঁধূয়া তোমার ঘুম ভাঙ্গানো সেই মধুর তান।
শুনেছিনু আঁধো রাতে যবে ঘুমে অচেতন ।।
চেনা অচেনার কুয়াশা ঝালর
অস্ফুট পাঁপড়ি্র সারাতনু আবেশে উচাটন ।।
সরম জড়ানো সেই চপল মন
নিশীথ আঁধারে ঝরিল কখন
জেগে দেখি হায় পড়িয়া ধুলায়
চির শ্যামল কিশোর গেছে ছাড়ি আমার অঙ্গন ।।
মাল, ৮/৪/১৯৮৩

No comments:

Post a Comment