কে যেন সই কানে কানে কহিল “চঞ্চল” যাসনে
যাসনে এখন ভরতে জল।
সাঁঝের বেলায় যমুনা স্মৃতির ভারে আনমনা
দিন গোনায় মন বিষাদ বিভোল ।
ঘুমিয়ে আছে আকাশে চাঁদ তন্দ্রা হারা নিশি জাগি,
ঝরা বকুলে শিশির দোলে ক্লান্তির সুবাস মাখি
বন্দ করি সকল দুয়ার পাষানী আজ বন্দী ওপার
রইতে দে সই একেল বিরল।
গাগরী তোর নাই হোল আজ মিলনের আনন্দে ভরা,
মিছেই কেন হোস উতলা {সে} আপনি আসি দেবে ধরা
বিষাদ ঘন আঁধার নিশি শেষ হবে সই শুনলে বাঁশী
তনু মন করবে টলমল।
আলিপুরদুয়ার,৭/৫/১৯৮৩
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment