Tuesday, June 1, 2010

সুখে থাক বাছারা

সুখে থাক বাছারা আমার !
ভয়ারত জন্তুর মত পিছু হটে,
মৃত্যুর শানিত ছুরির উপর ওরা ধুঁকছে।
পিছনে অসীম শুন্যতা দোল খায় বাঁদুড়ের মত।
ওরা শাআন্তি খোঁজে বিবস্ত্র লেপের অন্ধকারে শরীরের ভাঁজে
আর বিফলতার নকশা আঁকে পাঁজড়ের হাড়ে ।
লজ্জাবতী বনিতার সলাজ ইঙ্গিতে স্বেচ্ছা বন্দী কংস-কপাটে।
তবু ওরা স্বপ্ন দেখে
পাশব-মৈ্থুনে কোন কৃষ্ণ-ভ্রুন
সোনালী প্রতীক্ষার তন্দ্রা ওদের চোখে ।
ওরা সব শব হয়ে গেছে-তবু
বাছারা আমার থাক সুখে ।
আলিপুরদুয়ার, ২/২/১৯৮২

No comments:

Post a Comment