Wednesday, June 2, 2010

দ্বীপ

জানি না কখন আমি দ্বীপ হয়ে গেলাম।
সব আশা ভালবাসা কখন হারালাম ।।
মরমরে কেঁদে ফেরে বরনালী সুরে সুরে
ডাহুক পরান ভরে – শুধু গাহিলাম-
বঁধুয়ার জল ছবি চোখের জলে আঁকিলাম ।।
হাজার আশার ঢেউ হাসির মুকুতা নিয়ে,
ভেঙ্গে পড়ে নিরাশায় পাষান হৃদয় ছুঁয়ে,
মিলন পিয়াস লয়ে দুটি হাত বাড়ায়ে
গোপন ইশারায় হায় – কতবার ডাকলাম
দোসর খুঁজে একা নিশি পোহালাম//
১৯/১০/১৯৮১

No comments:

Post a Comment