জন্ম সূত্রে দুরবল ও অসহায় মানব সন্তান,
অপক্ক বয়স্কদের অতি গানিতিক অক্টোপাশে
আজ বন্দী। বরতমান উপোসী, চির অনাগত
ভবিস্যতের সোনালী স্বপ্নে ; অথচ সেতু বন্ধনের
সহজ মাধ্যম জানা নেই।
আগাছায় আকীরন শুভেচ্ছার বাগান
পরিমিতি বোধের অভাবে। পান্দিত্যের শুস্ক
কংকালে অবলুপ্ত প্রকৃ্তির সরল শিক্ষন ।
পৃ্থ্বী আজ বেপথুর অন্ধ হট্টমেলা।
এসো ফিরে দেখি, ফিরে ফিরে দেখি
আজন্ম করমের বিচিত্র সে ঝুলি,
হয়তো মিলবে সেথা, পথ চলার নতুন ঠিকানা ।
কুচবিহার, ৮/৪/১৯৯২
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment