Wednesday, June 2, 2010

ওপেক্ষা

আমার রাধা নামে সাধা বাঁশী ।
ডাহুক সুরে কাঁদিয়া মরে একেলা অহরনিশি।।
বিরহ আগুনে পুড়ে আমার সকল অঙ্গ জুড়ে
কালো বিষের দহন জ্বলন অবিরাম দিবানিশি ।।
ওই নুপুরের ধ্বনি কি মাধুরী আনে,
শ্রাবন ধারা শেষে নীল আকাশ হাসে বুঝিবে কেমনে,
তোমার বুক ভরা দীরঘ শ্বাস বাঁশরীর সুর হয়ে ভরে আকাশ,
কান্নার সুখ লাগি যমুনা কুলে তাই চাতক হৃদয় নিয়ে রহি বসি।।

১৫/১১/১৯৮১
অপেক্ষা

No comments:

Post a Comment