Monday, June 7, 2010

য়াশা

ছিলাম যখন নিদ্রা মগন পুলক আবেশে ভরে ।
স্মৃতির পরাগ চিত গুলবাগ মথিত মিলন ভারে ।।
নিঃশব্দ চরন ফেলে গিয়েছ সুদূরে চলে
দেখিনু জাগিয়া রয়েছি পড়িয়া একেলা বাসর ঘরে ।।
তোমার পায়ের পরশ মাখিয়া
ফুটেছে চাঁপা মল্লিকা কেয়া
প্রকৃ্তি সমভার হয়ে তব উপাচার
প্রহর গুনিছে অসীম তিয়াসে [তুমি] আসিবে আবার ফিরে ।।
মাল, ৯/৪/১৯৮৩

No comments:

Post a Comment