আজ দখিন সমীরনে কার বারতা কে জানে ।
গোবির গভীর মন বনে খুশীর মাতন সঙ্গোপনে ।।
অনুরাগ ফুল রথে প্রেম অঞ্জন আঁখি পাতে
সুধা-সুরতি অঙ্গে মাখিয়া আসিবে বঁধু বিজনে ।।
অঙ্গনে তাই ফুল্ল পাপিয়া মিলন মধুর সুরে
গেয়ে ওঠে গান, চম্পা যুথি মালতীর হাসি ঝরে,
উদাস আকাশ আজি নব রুপে ওঠে সাজি
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে রাখে নিশীথিনী শত যতনে ।।
আলিপুরদুয়ার, ২৪/৪/১৯৮৩
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment