Tuesday, June 8, 2010

সকাল

মেঘের দোলা চেপে অপরুপ বেশে
ফাগ মাখা অরুনি এলে তুমি হেসে ।
অতৃপ্ত ঘুমের আবেশ শিথিল এলোকেশ
লাজ রাঙ্গা আননে এলে নিশি শেষে।।
হাসির মূক্তা ঝরে বিশ্ব চরাচরের
আঁধার গিয়েছে সরে অন্ধ অন্তপুরে
বাহারী আঁচল বিছিয়ে করমের আলপনা দিয়ে
তোমার অভিসার দিবসের বেশে।।
টাইগার হিল, ১৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment