তোমারই ছবি হয়ে সবুজ লিপিকা দাঁড়ালে সমুখে হাসিয়া।
{আমার} অভিমানের কালো মেঘ আশ্রু হয়ে যায় ঝরিয়া।
বুকে তায় রাখি ধরি আদরে সোহাগে ভরি
কত না বাসর গড়ি সোনালী স্বপনে নিশিদিন যায় কাটিয়া।
নিষেধের সীমা হেলায় দলিয়া খুশীর হাওয়ায় ভেসে
হারিয়ে যেতে নেই যে মানা রঙ ধনু আঁকা দেশে,
ভাঙ্গা গড়া নতুন খেলা কাটে আমার সারা বেলা
নব রসের সাধের ভেলা আমার মাতোয়ারা হলো নাচিয়া।
১১/১১/ ১৯৮১
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment