Wednesday, June 2, 2010

বেহাগ সুর

মলয় হাওয়া কেন জ্বলে বিরহ অনলে।
বরষায় ময়ূরী আঁখি ভরে ওঠে জলে।
শরতের সাদা মেঘে কেন বিজুলী চমকে
কেন ঝরা পাতায় শিশির ঝরে নিশির বন তলে ?
লজ্জা সিন্দুর মেঘে ঢেকে মুখ আঁচলে
ভীরু পায়ে ঊষা কেন নিদাঘে বিশ ঢালে
কেন চাঁদের হাসিতে মাখা বিষাদ কালিতে
মোহন বাঁশীতে কেন বেহাগ সুর তোলে ?
২০/১০/১৯৮১

No comments:

Post a Comment