Wednesday, June 2, 2010

ধূম পান

নিকোটিন দুষট লম্বা বিকলাঙ্গের মিছিল দেখে ভাবি-
এবার ছেড়ে দেবো ধুমপান করা।
তামাটে গোঁফের নীচে বিজয়ী হাসি।
ঠোঁট কাঁটা, গলা গরত, অরধ-পা,শূন্য-বুক,
গলিত হাত, ক্ষয়িত বিভীতস অঙ্গের ছবির সামনে দাঁড়িয়ে,
ছুঁড়ে দিই বিষাক্ত প্যাকেট। আমার বিস্বাস-
অস্তিত্ব-স্বপ্নের বিলুপ্তি আর প্রত্যক্ষ করবো না,
দরশন হবে না ধোঁইয়ার মাঝে সৃষটি-স্থিতি- প্রলয়ের
বিচিত্র লীলা,এ সব ভাবতেও কান্না পায়।
দুটো হাঁড় আত কয়েক টিকরো মাংসের বিনিময়ে
অমূল্য কল্পনাকে ধরতে হাঁতড়ে বেড়াই
সেই সরবনাশীর খোঁজে।
মাল১৮/৩/১৯৮৩

No comments:

Post a Comment