মলয়ার সাথে সুরভি হয়ে আসিও বিজনে গোপনে।
আঁখির কপাট বন্ধ যখন রবে মগন স্বপনে ।।
আঁধার জড়ায়ে দিবা অবসানে
আসিও শ্যামল চঞ্চল চরনে
বাহির ভূবন হলে অচেতন তুমি এসো মন উপবনে ।।
বাঁশরীর সুর হৃদয় বীনায় ওঠে যেন নব তান,
বিরহ বেদনায় আঁশার নিশি হোক চির অবসান
পাতার মরমরে নুপুর ধ্বনি বারতা তোমার যেন হে শুনি
জোছনার হাসি ওঠে ঝলকিয়ে তৃষি্ত ঊষর কাননে ।।
ম্যাল, ১৪/৪/১৯৮৩
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment