Tuesday, June 1, 2010

কেন

পাথর কাঁটা কে ছড়ালো অভিসারের পথের পরে ?
কে জড়ালো আঁধার-আঁচল চন্দ্র-মুখীর নয়ন ঘিরে ?
কার আঁখি জল করেছে পিছল চঞ্চল চরন করে টলমল
নিথর হলো সমীরন হায় কোন বিরহীর হাহাকারে ?
সঙ্গশয় কেন পিছু টানে ভয় কেন আজ কালো মুখে
আঁকা বাঁকা সেই পথের বাঁকে অচেনা আজানা ছবি আঁকে
প্রদীপ জ্বালানো বাসর ঘরে ভরালো কে বিষাদ আঁধারে
বলো বলো সই কোন অপরাধে একেলা রহিবে পড়ে ?
আলিপুরদুয়ার, ৬/৫/১৯৮৩

No comments:

Post a Comment