Tuesday, June 1, 2010

ভাটির টান

আমার আশার আলো গেছে নিভে দেহে ভাঁটির টান ।
এই অবেলায় বলিস না সই তরী বাইতে উজান ।
ছিল যখন মধু মাস নিঠুর শ্যাম রইল উদাস
তার আসা পথ চেয়ে চেয়ে নামতো ভরা বান ।
গন্ধে মাতাল হরিনীর মত শ্যাম কুঞ্জে অবিরত,
পরাগ আবীরে সে পথ রাঙ্গিয়েছি দিন রাত,
এলো যখন বিদায় লগন কেন হানিলি বাঁকা নয়ন
মরা গাঙ্গে ভরা জোয়ার সই সহে না পরান ।
মাল, ১২/৩/ ১৯৮৩

No comments:

Post a Comment