Tuesday, June 8, 2010

বন্ধু

বন্ধু যদি না হও সখা শত্রু হয়েই থেকো ।
কন্ঠ মালা নাই বা হলাম চরন তলে রেখো ।।
করুনা তিলক আমার ভালে স্নেহের পরশে নাই পরালে,
[তোমার] চলা পথের ধূলিকনায় সোহাগ রেনু মেখো ।।
বাঁশরীর সুর বাতাসের কানে,
হাসির ঝলক নীল গগনে
মোর বাতায়নে নিদাঘ দিনে ক্লান্তি আবেশে তৃষি্ত নয়নে
শুধু একবার আসিও বন্ধু বলেই ডেকো ।।
আলিপুরদুয়ার, ২৩/৪/১৯৮৩

No comments:

Post a Comment