Wednesday, June 2, 2010

চিঠি

রক্তাক্ত হৃদয় খানি লিপিকা করে
সবুজ মেঝে আমি উড়িয়ে দিলাম।
পাও যদি কোন দিন মনে করো
আহত পাখীর এক সামনে এলাম ।
ক্লান্ত সে ডানাটিরে পারো যদি মেলো ধরে
সোহাগ আদরে তারে বুকের কাছে
বাঁধিয়া রেখো পিয়া জনম জনম ।
সাথী হারা পথ চলা একা একা সারা বেলা
অভিমান যত জ্বালা কথা সুরে গাঁথি মালা
সবি সই তোমা স্মরি নিও পিয় তাহে বরি
না বলার বেদনা যত রক্ত হয়ে খোলা তব বাতায়নে ঝরে গেলাম।
আলিপুরদুয়ার, ২৯/৫/১৯৮৩

No comments:

Post a Comment