Monday, May 31, 2010

নিশি জাগা

মোমে আগুন জ্বেলে দেখি কেমন গলে সেই পাষান পরান।
বুক ভরা হাহাকারে উদাসী বাতাস কি রে , তোলে কিনা ঝড়ের মাতন ।
নয়নের বরসায় কেমনে শুকনো রয় বুকের সবুজ বসন ।
মরন সাগর তীরে গেরুয়া শাড়ী পরে আসে কি না প্রিয়তম ।
সাজানো বাসর ঘরে নব বঁধূ সাজ পরে মরমী বঁধু আসে কখন।
দিল খোলা বাতায়নে আশাদীপ দু নয়নে জ্বালি নিশি জাগরন ।
আলিপুরদুয়ার, ৫/৫/১৯৮৩

No comments:

Post a Comment