আমি রবো না এই ভাবনা মোরে নিয়ত দহন করে ।
আলো হাসি গান জীবন কলতান ডুবিবে নীরব আঁধারে ।।
চেনা অচেনা ভূবনে [আমি] রহিব একাকী গোপনে
কোন বস্মরনের মহা তমসায় কোন নিরজন কারাগারে ।।
অপূওরন মোর খেয়ালী বাসনা
কারো হৃদয়ে দীপ জ্বালিবে না
প্রেম ভালবাসা যত ঝরা বকুলের মত
উদাসী ধূলায় সকলি শুকায় আমি কাঁদিব বেহাগ সুরে ।।
ম্যাল, ৯।৪।১৯৮৩
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment