Thursday, June 3, 2010

চেয়ে থাকা

ীক আকাশ কান্নার মেঘ নিয়ে আমার বুকে ।
ঘুরিয়া মরি আমি উদাসী বাতাসে বঁধু চারিদিকে ।।
পরশিয়া দেহলতা অবশ আবেশে
গলিয়া ঝরিতে চাই চির নিঃশেষে
গড়িয়া অশ্রু নদী নিরবধি ও নিঠুর বুকে।।
খেয়ালী বাতাসে যারে চির দিন রেখেছো দূরে
আজ শ্রাবন বেলা শেষে ডাকবে না আপন করে ?
[তবে] সাগরের স্বপ্ন নিয়ে নীরবে একেলা,
আকাশ নীলিমায় শুরু পথ চলা,
আমি অপলকে রবো চেয়ে অসীম দূর থেকে ।।
৯/১১/১৯৮১

No comments:

Post a Comment