Monday, June 7, 2010

পূরনিমা রাত্রি

বিশৃংখল অত্যাচারিত বাসী বিছানার মত
পাহাড়টা অফহোরে ঘুমিয়ে আছে – হাজার স্মৃতির ক্ষত
বুকে এঁকে । নিষপেষনে বেরিয়ে আসা তোষকের তুলোগুলো
হাসির মূক্তা ছড়ায় ।চাদরের ভাঁজে ভাঁজে গোপন উদ্দাম খেলার
সুরভি বিলায়।অনাদরে ছুঁড়ে ফেলা বালিশগুলো
অদূরে অপলকে চেয়ে রয়।দিনের সবুজ কাপড় ছেড়ে
চৈতী পূরনিমায়।মনে হয় রূপালী ঘোমটা দিয়ে
প্রেয়শী ইশারায়, ডাকে মোরে কাছে আয়, কাছে আয় ।
ধরনীর চাঁদ হাসে নরম গালিচায়।
ম্যাল, ১১/৪/১৯৮৩

No comments:

Post a Comment