Thursday, June 3, 2010

পূজা

[পূজার নরম বেদীতে বসে দেবতা কাদে নীরবে]
শুকনো স্তুতি আর কৃপন উপাচারে বাসনার ব্যাক্টেরিয়া
কিলবিল করে। ভিক্ষার ঝুলি নিয়ে হাজার বুভূক্ষু মুখ
ধেয়ে আসে চারিদিকে আশায় উন্মুখ। বঞ্চিত দেবতা তাই
পূজার বেদীতে কাঁদিয়া ব্যাকুল হয় নীরবে নিভৃতে ।
দারিদ্রেরও স্থান আছে স্বান্তনা পেতে ; বঞ্চনার অধিকার
সে পারে না দিতে অন্য জনে প্রান পনে যতই প্রয়াসী ।
ভোগ আর ঐশ্বরযের অন্ধ-মোহ নাশি
লোভের সামগ্রী বিলায় সিংহাসনে বসি ;
নিস্করুন এ প্রহসনে ক্লান্ত অবিনাশী ।
নিরাপদ দূরত্বে প্রশান্তির আভা ফোটে পূজারীর মুখে।
রিক্ত এ পত্র পূটে আনন্দ জানহবী বহে বাসন্তী সুরে,
হিন্দোলের দোলা জাগে দেহতট ঘিরে।
স্বপ্নের জাল বুনি বসিয়া একা, নিবেদনের
ডালি ভরি রঙ্গিন মালিকা। ভালবাসার নিরমল মধুর সৌরভ
যেথা আঁধার ম্লান পাবার গৌ্রব ।ভালবেসে মরন ভালো
জীবন উচ্ছ্বাস হায়, ভালবাসা পেয়েপেয়ে সকলি শুকায়।
নিজেকে উজাড় করে দেউলিয়া হয়ে
বাঁচিতে চাহি আমি সবার হৃদয়ে।
মাল, ২৮/৩/১৯৮৩

No comments:

Post a Comment