কবিতার আধুনিকতা অথবা আধুনিকতার কবিতা-
বিঝতে না বুঝতেই মহান বিপ্লব হয়ে গেল,
যেমন পঞ্জিকার জল অথবা বন্ধ্যা মাটির কোলে
সবুজ ফসল । গরভিনী শব্দ কোষে কথার শিশুরা সব
রূপ বদলায় প্রতিক্ষনে কোন জৈবিক নিয়মে।
সুরয্যল কবিতার প্রান- বিচিত্র জীবন,
ভাবনা জারকে সিক্ত নিঃসঙ্গ বিফল প্রয়াস,
বাকী সব সম্ভাবনার ইতিহাস ।
দুরবোধ্য পাথুরে গলি ভরা ভয়ের মুখোশ
আর সাদা ভয়েলে আঁকা রঙ্গিন যৌবন !
প্রানের সহজিয়া পরশ কোথাও পাই না খুঁজে,
মতস্য চোখে ব্যঙ্গ করে, আমার প্রজ্ঞা্য,
তবু মেনে নিতে হয়,
ওরা কবিতার কোন প্রজন্ম,
ভুলে ভরা স্বপ্নের বীজ।
শলাকাটি ৯/২/১৯৮৩
Tuesday, June 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment