Tuesday, June 8, 2010

ঊষা

কে যেন কানে কানে কহিল তাহারে
জাগো ওঠো বাহিরে তব গৃহ দ্বারে ,
ক্লান্ত নিশীথিনী রয়েছে দাঁড়ায়ে
বিষাদ কুয়াশা বসন জায়ে
প্রতীক্ষার অবসানে – বিদায় মাগে রে ।।
শিথিল সবুজ চাদর সরায়ে অবশ হাতে
নব বঁধূ বুঝি চাহিল সলাজ আঁখি পাতে
স্নিগ্ধ মধুর হাসির প্লাবন
পাহাড় চুড়ায় তোলে আলোড়ন
সহসা ঘন কুয়াশা আধারে
ডুবে গেল ঊষা দিনের দিশা নাম না জানা পাহাড়ে ।।
টাইগারহিল, ১৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment