Tuesday, June 1, 2010

নিরালম্ব শেওলার মত জোঁইয়ার ভাঁটায়
ঘুরে ফিরে যাওয়া আসা একই ঠিকানায়
এই উদাসী মাটির বুকে ।
অস্তিত্বের শিকড়গুলো খুঁজে ফেরে অচেনা অন্ধকারে
চারিধারে এক ফালি নরম ঠাই ।
শানিত ঐক্যতানে ওঠে গেয়ে, জমাট তন্দ্রিমার তনু বেয়ে
নাই পথিক ওরে নাই।
শতাব্দীর বঞ্চনার নিঠুর আঘাতে
আমরাও ভুলে গেছি দিতে আর নিতে
যত সাম্যের গান।

No comments:

Post a Comment