Monday, June 7, 2010

দারজিলিং

অনেক দিনের স্বপন কাঁজলে এঁকেছি তোমার ছবি।
মায়াবী রূপসী হে রহস্যময়ী গিরি-তনয়া গরবী ।।
তোমার নিকুঞ্জ পথে অভিসারে যেতে যেতে
যতনে সাজানো মরন মালায় উল্লাসে নাচে সবি ।।
হাজার বাঁধার প্রাচীর তোমায় প্রহেলিকা হয়ে ঘিরিয়া রয়
দেখা দিয়ে বারে বারে ডুবে যাও নিবিড় আঁধারে
হারায়ে খোঁজার লুকোচুরি মাঝে পরশ তোমার লভি ।।
দারজিলিং, ১৬/৪/১৯৮৩

No comments:

Post a Comment