Thursday, June 3, 2010

পুরনিমা-মুখ

তোমার মুখে পূরনিমা দেখেছি তাই দূরের চাঁদ আমি দেখি না ।
আঁখির কোনে কোনে অতল জল সাগর সঙ্গমে কভূ ভাসি না ।।
প্রজাপতি ভ্রু দুটি বেলাভূমে পড়ে লূটি
এলোচুলে কালো মেজগের খেলায় বৈশাখী আকাশ হলো আয়না ।।
পাহাড় চূড়ায় আমি মানস খুঁযে পেয়েছি
মরন তুষার গলে জীবন ছন্দ দেখেছি
বাহিরের পৃ্তহিবী সে তো তোমারই ছবি
সব কিছু তুমিময় ওগো অপরূপা এ দেখার আশা মেটে না।।
২২/১০/১৯৮১

No comments:

Post a Comment