একটু আদর দিলেই লোভী কুকুরের মত
জিভ জলে ভরে ওঠে, স্নায়ুতে আনন্দের শিহরন।
ক্ষনস্থায়ী সেই অনুভুতির উনুনে –
আমার উপেক্ষা আর ঘৃনার হাজার ক্ষত শুকিয়ে নিয়ে-
জেগে উঠি, ঠিক শীত শেষে বিধবা কৃষ্ণ চূড়ার মত।
আঘাতের অন্য অরথ খুঁজি
যেহেতু সব সৃষটি বেদনায় রাঙ্গানো।
মাল, ১৫/২/১৯৮৩
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment