আজ কৃষ্ণ চুড়ার কাঁপন জাগে মাতাল অলক পুরে।
পাষান কারার ভাঙ্গলো ঘুম রাখালীয়ার সুরে।।
কালো দীঘির অতল জলে বিজুলী চমকেশিহর তুলে
যেন নিঃশেষে মরবে বলে হরষে ঝাঁপিয়ে পড়ে ।।
আজ মলয়া সাথে মিতালী করি লুটায়ে এলোকেশ,
চাঁদের মুখে শ্রাবন মেঘের ভাবনা নিরুদ্দেশ
মৃ্নাল বাহুর সজল পরশে লুকো চুরি খেলা মনের হরষে
রাম ধনু ছবি আঁকিয়া আবাশে বারে বারে যায় সরে ।।
২৭/১০১৯৮১
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment