Thursday, May 27, 2010

আমি

আমার মত কেউ নেই ধরায় আমিই যে আমার উপমা।
বিচিত্র প্রকৃতি সৃজন ধারায় তোমারই মত প্রথমা ।।
জানি জানি প্রভূ এই ভবে আমারই মত কেউ না হবে
কথায় কাজে জীবন সাজে আমি অপূরব ভিলোত্তমা ।
আনন্দ পুষপ রথে দিনগুলি মোর উল্লাসে চলে ভেসে
দুঃখের পাহাড় পার হয়ে যাই অবহেলে নিমেষে
এ জীবন গরবে গরবীনি প্রভূ তোমারে ধন্য মানি
উজাড় করিয়া তব রাবগা পায় ঢেলে দিই মম গরিমা।।

আলিপুদুয়ার, ৩০/৪/১৯৮৩

No comments:

Post a Comment