Monday, May 24, 2010

রহস্য

বিচিত্র রহস্য লুকিয়ে রেখেছো মনের গহীন গহনে ।
নিরবাক বিস্ময়ে নিশ্চল নয়নে মন দেখিয়া ধন্য মানে।
আলোছায়ার লুকোচুরি মাঝে,চমকে পলকে মুকুতা সলাজে
হৃদয় মাঝারে শুধু বারে বারে নতুন দিগন্ত আনে।।
মরমরিয়া বনলতা, কয় সে বুঝি মরম কথা
নিরঝরিনী স্বপ্ন গাঁথা ছন্দ সুরের আকুলতা,
বাতাসের বুকে কান পেতে শুনি, রাখালী বাঁশীর অনুরননি
বুঝিনা তবু অবাক মানি কি যাদু মাখা কে জানে ।।

আলিপুরদুয়ার, ২৬/৪/১৯৮৩

No comments:

Post a Comment