Tuesday, May 25, 2010

ভালবাসা

ভালবাসা শুধু দিতে চায় পেতে নাহি কিছু চায়।
ধরার প্রেমে উতলা বকুল লুটায় ধূলির পায়।।
মল্লিকা হাসে চাঁদের আশে ,নীরবে ধূপ গন্ধ বিলাসে,
পোঁড়ে তবু জ্বালে আলো শিখা মাটির প্রদীপ হায় ।।
সাগরে চাহিয়া নদী , বয়ে চলে নিরবধি,
ফুল বুকে মধু রাখে লোভী অলি আসে যদি
নিশি চাহি ভোরের ঊষা করে শুধু যাওয়া আসা
পাপিয়া ভৈ্রবী সুরে পিয়ার ঘুম ভাঙায়।।
সিলিগুরি, ২৭/৪/১৯৮৩

No comments:

Post a Comment